সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকা থেকে সোনারগাঁ উপজেলার দৌলরদী গ্রামের মাহিমা (১৩) নামে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই ইয়াউর রহমানের নেতৃত্বে শুক্রবার দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলার পাংশা থানার চর আফরা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় সোহান (৫৫) ও রাসেল (৩৬) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অপহরণকারী সোহান রাজবাড়ী জেলার পাংশা থানার চর আফরা গ্রামের সুজন মানিকের ছেলে ও রাসেল একই গ্রামের রওশন আলী মন্ডলের ছেলে।
উল্লেখ্য, ৮/১/২০২৩ইং তারিখে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকা থেকে তাকে অপহরণ করে ওই আসামিরা।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার এস আই ইয়াউর বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একটি টিম নিয়ে দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করে মেয়েটাকে উদ্ধার করি এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হই। বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।