আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার দুপুরে পাথর বহনকারী একটি ট্রাক রাচমচন্দ্রদী বেইলী সেতু পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের চাপে দুর্বল এই সেতুর তিনটি পাটাতন ডেবে যায়।
পাটাতন ডেবে যাওয়ার ফলে সেতু দিয়ে বাস, মিনিবাস লেগুনাসহ চার চাকা ও তিন চাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সেতুর দুই পাশে আটকে থাকে বাস, ট্রাক লেগুনা সিএনজি অটোরিকশাসহ সব ধরনের যানবাহন। এসময় ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীরা হেঁটে পারাপার হয়। প্রায় দুই ঘণ্টা ধরে সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকার পর বিকল্প রাস্তায় তৈরি নির্মানাধীন সেতুতে কম ওজনের যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়। যানজটের কারণে দিনভর দূর্ভোগ পোহায় যাত্রী সাধারণ।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, সেতু ডেবে যাওয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেছে।