বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

সাপাহারে হিফজ সম্পন্ন করায় হাফেজ এফ এ শাকির কে সংবর্ধনা

নিখিল বর্মন, সাপাহাঃ নওগাঁর সাপাহারে আল হেলাল হিফজ বিভাগ হতে সম্পূর্ণ কুরআন মুখস্থ সম্পন্ন করায় হাফেজ এফ এ শাকির কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের হিফজ বিভাগ হতে প্রথম হিফজ সম্পন্ন করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে হাফেজ এফএ শাকির কে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় প্রতিষ্ঠানের ছাত্র, ছাত্রী ও শিক্ষকগণ তাকে জায়নামাজ, কুরআন, বই, পাগড়ি, জুব্বা, টুপি ফুলের তোড়া ও ২০,০০০ (বিশ হাজার) টাকা উপহার হিসেবে দেন। অনুষ্ঠানে তার জন্য দোয়া করা হয়।

আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলমের সভাপতিত্বে আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়