বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

মূল্যবান কাগজপত্রসহ ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেলো চোর

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর বড়বাড়ির মৃত হাবিবুল্লার ছেলে মাছুমের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় চুরের দল ঘরে থাকা স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্রসহ ৪ লাখ টাকা মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মাসুম মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী মাসুম জানান, পরিবারের সবাইকে নিয়ে আমরা র্দীঘদিন ধরে ঢাকায় বসবাস করছি। শুক্রবার দুপুর ৩টার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি মোবাইল ফোনে আমাকে জানায় ঘরে দরজা ভাঙ্গা ও ভিতরের মালামাল এলোমেলো। এমন খবর পেয়ে ঢাকা থেকে দ্রুত বাড়িতে এসে দেখি চোরেরা ঘরের চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে দুইটি আলমারি ভেঙ্গে স্বর্ণঅলংকার, মূল্যবান কাগজপত্রসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে ধারনা করে তিনি আরোও জানান, এটি চুরি নয় পূর্বপরিকল্পিত ভাবে এ ঘটনাটি ঘটিয়েছে বলে মনে করছি। তাই সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান তিনি।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়