ঝালকাঠি সংবাদদাতাঃ রূপসী বাংলার কবি জীবনান্দ দাশের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ঝালকাঠিতে মাসব্যাপী জীবনানন্দ মেলা শুরু হতে যাচ্ছে।
আজ শুক্রবার দুপুরে ঝালকাঠি শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ মেলার স্টল নির্মান কাজের উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসনের এনডিসি অংসিং মারমা। এসময় মেলা পরিচালনাকারী চামিলি ট্রেডার্সের মালিক রাসেল মিঞা।
মেলা আয়োজক কর্তৃপক্ষ জানায়, ঝালকাঠি জেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে মামার বাড়িতে জন্মগ্রহন করেন রূপসী বাংলার কবি জীবনান্দ দাশ। ১৮ ফেব্রুয়ারী তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। তবে ২২ ও ২৩ ফেব্রুয়ারী ঝালকাঠির নেছারাবাদে দুই দিনের মাহফিল থাকার কারনে ২৪ ফেব্রুয়ারী এ মেলার উদ্বোধন করা হবে।