বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

কক্সবাজারে এনজিও নারী কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

মনছুর আলম মুন্না, কক্সবাজারঃ কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পাশের ফ্ল্যাটের লোকজন জানান- পশ্চিম বাহারছড়া এলাকায় গফুর সওদাগরের মালিকানাধীন ভবনের ৪র্থ তলায় একমাস আগে ফ্ল্যাট ভাড়া নেন ওই নারী এনজিও কর্মী। তিনি একাই থাকতেন ফ্ল্যাটে। আনুমানিক ২৫ বছর বয়সী এই তরুণীর নাম নিশাত বলে জানা গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে বিস্তারিত কিছু জানা যায়নি।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়