বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

নিষিদ্ধ ৫০০ ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ৫’শ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়।

সোমবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু। তিনি আরও বলেন, রবিবার রাতে রূপগঞ্জ উপজেলার রূপসী থেকে মুড়াপাড়াগামী সড়কে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো-মোঃ সোহাগ মিয়া (২৩), তরিকুল ইসলাম (২৫) ও মোঃ মামুন মিয়া (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধের কথা শিকারোক্তি করে জানান, দীর্ঘদিন যাবত তারা অভিনব কায়দায় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এনে ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়