মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
spot_img

খোরশেদ ফরাজি ও তার ভাইয়ের তান্ডব: প্রবাসীর ঢাকা নিয়ে প্রতারণা

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) খোরশেদ ফরাজি ও তার আপন ভাই সানাউল্লাহ এক সৌদি প্রবাসীর কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে এমন অভিযোগ তুলে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আবরার ফারহান নামে একটি আইডি। ফেসবুক স্ট্যাটাসে পিরোজপুর ইউনিয়নবাসীর কাছে টাকা উদ্ধারের আর্তনাদ জানিয়েছেন আবরার ফারহান।
আবরার ফারহানের ফেসবুক স্ট্যাটাসটি দেয়া হুবহু তুলে ধরা হলোঃ-

আমি সৌদি থাকি। এখানে আমার দোকান আছে। তো ব্যবসার খাতিরেই এখানে যার ছবি দেখছেন তাট সাথে পরিচয়। এই লোকটার নাম হলো খোরশেদ ফরাজী এবং ওনার ভাই এর নাম হলো সানাউল্লাহ। ওনারা নারায়ণগঞ্জ ১নং ওয়ার্ড পিরোজপুর ইউনিয়ন এ থাকেন। উনি কিছুদিন আগেই দেশে গিয়েছেন এবং এই এলাকার মেম্বর হয়েছেন তখন আমার কছে থেকে ৭৫০০ রিয়াল ধার নিয়েছেন এবং তার ছোট ভাই এর মধ্যমে টাকা দিয়ে দিবে এটাই শর্ত ছিল। কিন্তু দুই ভাই এখান কার অনেকের টাকা নিয়ে পালিয়েছে। সবার কছে এটাই প্রশ্ন এমন একজন বাটপার একটি এলাকার এত বড় দ্বায়িত্ব কিভাবে পালোন করতে পারে। পরোজপুর এলাকা বাসির কাছে একটাই অনুরোধ আপনারা পারলে আমার কষ্টের টাকা গুলো ওনার কাছ থেকে নিয়ে দেওয়ার ব্যাবস্থা করুন। আর এমন বাটার ছোর ছেচরা যদি সরকারিভাবে দ্বায়িত্ব পারলোন করে তো ভেবেনিন ওই এলাকার কেমন পরিনতি হতে পারে। সবাই একটু ঝযধৎব করবেন আর এই দুই জনকে ধরিয়ে দিবেন।

এ বিষয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ ফরাজির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়