বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

বিশ্ব-ইজতেমায় আজ দ্বিতীয় পর্বে আখেরী মোনাজাত

সংবাদ ডেস্কঃ আল্লাহর জিকির আর আখেরাতের ফিকির বা চিন্তায় সময় পার করছেন টঙ্গীর তুরাগ পাড়ে জড়ো হওয়া লাখো মুসল্লি। শীতের কারণে কিছুটা সমস্যায় পড়েছেন তারা।

সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিদের তেমন অভিযোগ না থাকলেও, ময়দানের প্রবেশমুখগুলোতে সড়কের দু’পাশে দখল নিয়েছে ভাসমান হকাররা। এতে পথ চলতে বেশ বেগ পেতে হচ্ছে সবার। ইজতেমার নিরাপত্তায় মোতায়েন আছেন ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

রোববার (২২জানুয়ারি) বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়েছে। আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা। সকাল ১১টা থেকে ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

তাৎক্ষণিকভাবে বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আশরাফুল। বয়ানের পর নাস্তার বিরতি দিয়ে ৯টা থেকে মাওলানা মোশাররফ তালিম করবেন। সাড়ে ৯টা থেকে শুরু হবে হেদায়েতের কথা। আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন ইজতেমায় আদি তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়