মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন বনবিট এলাকায় বন্যহাতির উপদ্রপ শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে তিনটি বন্যহাতির দল দূর্গাপুর গ্রামের বিভিন্ন মানুষের গাছপালা ও ফসলের ক্ষতি করায় লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে।
শনিবার (২১ জানুয়ারি) সকালে বড়লেখার সমনবাগ বনবিটের আওতাধীন দূর্গাপুর গ্রামে মৌলভীবাজার বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগ এবং সিলেট বন বিভাগ যৌথভাবে হাতি সংরক্ষণ বিষয়ক গণ-সচেতনতামূলক সভা করেছে। এসময় সভায় উপস্থিত লোকজনের মধ্যে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসন, হাতি ও মানুষ উভয়কে নিরাপদ রাখা এবং হাতি সংরক্ষণের কলাকৌশল সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজারের বন্যপ্রাণি ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার, রেঞ্জ কর্মকর্তা গোলাম সরোয়ার, বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, সমনবাগ বিট কর্মকর্তা নুরুল ইসলাম ও রমিজ উদ্দিন প্রমুখ।