বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

তাজপুর সপ্রাবি মেধাতালিকা শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা ও ক্রেস্ট প্রদান

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভাস্থ ৬১ নং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ টাকা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৯ জানুয়ারি) সকালে বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অর্থ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শিপ্লুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গণী ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শাহনাজ পারভীন।

এ সময় সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমীন তুষার, বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি ফাউন্ডেশনের সহ সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মামুন, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি রবিউল হোসাইন, আনন্দ টেলিভিশন এর সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম, দৈনিক সকালের সময় পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক গণকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সজীব হোসেন, দৈনিক প্রভাতের সোনারগাঁ প্রতিনিধি জুমন মিয়া, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ইয়াকুব হোসেন, দৈনিক আলোকিত সকাল পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি কামরুল ইসলাম পাপ্পু, দৈনিক আজকের সংবাদ পত্রিকার সোনারগাঁ প্রতনিধি সুমন আল হাসান, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মোঃ সালাহ উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়