শনিবার, অক্টোবর ৫, ২০২৪

সোনারগাঁয়ে যুবকের মরদেহ উদ্ধারের পর মিললো পরিচয়

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের মিয়া বিল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের পর মিললো পরিচয়।

এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার বৈদ্যেরবাজার হামছাদী গ্রামের মিয়া বিল থেকে মরাদেহটি উদ্ধার করে থানা পুলিশ। উদ্ধার হওয়া মরদেহ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পূর্ব হামছাদী গ্রামের জাকারিয়ার ছেলে আলামিন।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  (১৭জানুয়ারি) ভোরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের মিয়া বিলে অজ্ঞাত যুবকের মরাদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

সোনারগাঁ থানা (ওসি) তদন্ত আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত বলতে পারবো।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়