মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
spot_img

কবিতা” নতুন কিছু “

জামান ভূঁইয়া

নতুন কিছু লিখতে চাই
কি লিখব ভেবে না পাই ,
সন্ত্রাস নিয়ে লিখব কি আর
যখন খুসি তখন মার।

অগ্নি সন্ত্রাস খুন খারাপী
দিনে দিনে বাড়ছে পাপী ,
সুদের টাকায় করছেন বাড়ি
কিনছেন আবার দামী গাড়ি।

ব্যবসা করেন সুদের টাকায়
লাভ আপনার যায় কোথায় ,
নারীর দল কিস্তি টানে
বেহায়াপনা দেশে আনে।

মাদক পানে যুবকের দল
নেশায় করছে যে টলমল,
শান্তি নাই সমাজে আজ
অশান্তি শুধু করছে বিরাজ।

ফেইসবুকের নেশায় পরে
অশান্তি আজ ঘরে ঘরে,
পড়া লেখা যাচ্ছে চলে
কি হবে আজ এমন হলে?

ধর্ষণের কথা লিখব কি আর
চুপ করে দিন করেন পার,
দূর্ঘটনা শুধু বাড়ছে দেখ
নিজেকে নিজে সাবধানে রেখো।

কি লিখব আর বাজর দর
ভূতে করছে সেখানে ভর,
কালো টাকায় গেছে ভরে
দেশটা দিচ্ছে ধ্বংস করে।

নতুন কিছু লিখতে চাই
চুরি ডাকাতি বাড়ছে ভাই,
দেশে আর শান্তি নাই
এখন বল কোথায় যাই।

একজন যদি ভাল চায়
দশজন মিলে খারাপ গায়,
নিজে কেমনে ধনী হবে
তার নেশায় ডুবে রবে।

দোষীর এখন বিচার নাই
বিচার করতে টাকা চাই,
মূর্খরা যে করে বিচার
টাকা নিয়ে দিন করে পার।

অসুস্থ হয়ে আছি পরে
খবর নিবেনা কেউ গেলে মরে,
নতুন কিছু খবর ভাই
সবার জন্য শান্তি চাই।

গদি দখল করার তরে
কাজ করছে জোড় ধরে,
কত রকম কৌশলে আজ
ধরছে তারা কত সাজ।

নামাজ রোজার নাই খবর
থাকতে হবে ঔ যে কবর,
আল্লাহ পাকের হুকুম মান
নবীর দরুদ পড়তে যান।

শান্তি যদি পেতে চাও
আল্লাহর ঘরে জলদি যাও,
রঙ তামাসা ভুলে গিয়ে
মাপ চাও সিজদাহ্ দিয়ে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়