হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁও হরিপুর উপজেলার সদর ইউনিয়নের বজ্রমতলি বাজারের মোর থেকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ ও হরিপুর, অফিসার ইনচার্জ এর নির্দেশনায় রাত আনুমানিক ২ ঘটিকার সময় কান্ধাল রাস্তা হইতে হরিপুর গামী রাস্তায় বজ্রমতলির বাগানের পাশে রাস্তা ক্রসিং এর সময় ( ঢাকা মেট্রো-১৪-৬৫৮৩) গাড়িতে ফেনসিডিল বহন সন্দেহ করে গাড়িটি থামানো হয়।
এ-সময় এস আই আবু ঈসা ও এস আই রাকিবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গাড়ির গতিরোধ করলে, মোঃ শামিম (৩১) পিতাঃ হাসির উদ্দিন সাং তিনুয়া দৌড়ে পলায়ন কালে পুলিশ তাকে গ্রেফতার করে ফেলে। গাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে ২২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
হরিপুর থানার এস আই আবু ঈসাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আসামির বিরুদ্ধে ইতিপূর্বে মাদকের একাধিক মামলা রয়েছে। আমরা অভিযানে সফল হয়েছি। আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হবে