এম এ মান্নানঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছিয়া থেকে জেমি (২৪) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবতী নিখোঁজ হয়েছে। গত বুধবার বিকেল ৪টায় কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কান্দিপাড়াস্থ বাসা থেকে সকলের অজান্তে বের হওয়ার পর সে নিখোঁজ হয়।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ১২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে তার মা মর্জিনা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ৫৫৬।
যুবতীর পড়নে ছিল কালো সালোয়ার কামিজ ও লাল রংয়ের সোয়েটার জাম্পার। গায়ের রং শ্যামলা। ৫ ফুট ২ ইঞ্চি এবং ৭০ কেজি ওজন হবে। এবিষয়ে মানবিক বিবেচনায় ভারসাম্যহীন রোগী কে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন জেমীর মা মর্জিনা বেগম।