সংবাদ১৬.কমঃ বিএনপির আন্দোলন নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ বলেন, হাঁস ডিম পাড়ার আগে যেমন হাঁকডাক করে, আন্দোলন নিয়ে বিএনপিও তেমনি করছে। তাদের সমাবেশ দেখে এটিই প্রতীয়মান হয়-জনগণ তো দূরের কথা, বিএনপির কর্মীরাও সবাই সেখানে অংশগ্রহণ করেনি।
শুক্রবার(১৩ জানুয়ারি)সকালে রাজশাহী সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জামায়াত ও হেফাজতের সঙ্গে আওয়ামীলীগের সমঝোতা হচ্ছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রশ্ন করা অবান্তর। আওয়ামীলীগ বাংলাদেশে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। সেই লক্ষ্যে দেশ বিনির্মাণের কাজ চলছে। আওয়ামীলীগ সাম্প্রদায়িক কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়বে না।
পরে মন্ত্রী রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন।