নিখিল বর্মন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে প্রকৃতি। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। এতে বিশেষ করে স্কুল পড়ুয়া কোমলমতি শিশু শিক্ষার্থীদের গরম কাপড়ের যোগান দিতে চিন্তায় পড়েছেন অনেক নিম্ন আয়ের অসহায় পরিবার।
“Friends for ever, lets walk together” স্লোগানে নওগাঁর সাপাহারে এসব পরিবারের পাশে দাঁড়াতে কোমলমতি শিক্ষার্থীদের জন্য শীতের পোশাক নিয়ে হাজির হয়েছিলেন “UTOPIA” ব্যানারে বগুড়া আজিজুল হক কলেজের ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের বন্ধুদের একটি সংগঠন।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতের পোশাক বিতরণ উপলক্ষে বিদ্যালয়ের এসএমসি সভাপতি বাবুলাল তির্কীর সভাপতিত্বে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ্ আল মামুন। আলোচনা সভা শেষে খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬১ জন কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে একটি করে শীতের পোশাক বিতরণ করা হয়।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের খাতা, কলম ও শিক্ষা উপকরণ কিনে দেওয়ার জন্য প্রধান শিক্ষক হাফেজা খাতুনের হাতে নগদ ৫ (পাঁচ) হাজার টাকা দেওয়া হয়।
অনুষ্ঠানে সাপাহার উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি শিখা তির্কীসহ বগুড়া আজিজুল হক কলেজের ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, প্রতিটি শিশুর সুন্দর জীবন নিশ্চিত করতে সকলের এগিয়ে আসা প্রয়োজন।