বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

বিরিশিরিতে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব শুরু

দূর্গাপুর প্রতিনিধিঃ দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে আজ শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দু’দিনব্যাপী হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব ২০২৩ শুরু হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসব উদ্বোধন করেন টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং।

এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক, নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়