শনিবার, অক্টোবর ৫, ২০২৪

নারী-পুরুষ দুই মাদক কারবারি গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধিঃ আড়াইহাজার উপজেলার গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ ২০ লিটার চোলাই মদ, বিপুল পরিমান মাদক তৈরির সরাঞ্জমসহ নারী-পুরুষ দুই শীর্ষ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

বৃহস্প্রতিবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার গোপালদী পৌরসভা রামচন্দ্রদী এলাকার রহমানের ছেলে আবুল হাসেম (৫৮) ও একই এলাকার ছাত্তার এর স্ত্রী মিনারা বেগম (৪২)।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খান জানান, গোপলদী বাজারের রামচন্দ্রদী এলাকাতে সাত্তার ও তার স্ত্রী মিনারা ও আবুল হাসেম দীর্ঘদিন ধরে তারা চোলাই মদ বিক্রি করে আসছিল।

গোপনে সংবাদ পেয়ে সকালে তাদের মাদক বিক্রির সময় হাতে-নাতে গ্রেফতার ও তাদের নিকট থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়